৩১ মে ইরাকের অন্তবর্তিকালিন সরাকরের পররাষ্ট্রমন্ত্রী জেবারি জাতি সংঘের কাছে দাখিল করা এক বিবৃতিতে বলেছেন, সংবিধান প্রণয়ন সময়মতো সম্পন্ন হওয়া জন্যে ইরাকের অন্তবর্তিকালিন সরকার সর্বশক্তিতেপ্রচেষ্টা করবে। তিনি নিরাপত্তা পরিষদের প্রতি ইরাকে বহুজাতিক বাহিনীর কার্যমেয়াদ বাড়াতে দেয়া অনুমোদন করার আহ্বান জানিয়েছেন।
সেদিন জেবারি নিরাপত্তা পরিষদে ইরাকে বহু-জাতিক বাহিনীর কার্যমেয়াদ সমস্যা আলোচনায় অংশ নিয়েছেন। তিনি বিবৃতিতে বলেছেন, ইরাক স্বদেশের ঘন ঘন বলপুর্বক ঘটনার জন্যে গণতন্ত্রের প্রক্রিয়ার গতি কমাবে না, কিন্তু আশা করে ইরাকের সশস্ত্র শক্তি দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারার আগে নিরাপত্তা পরিষদ ইরাকে বহু-জাতিক বাহিনীর কার্যমেয়াদ বাড়ানোর অনুমোদন দেবে।
জেবারি আবার জোর দিয়ে বলেছেন, ১৫ আগস্টের আগে ইরাকের সংবিধানের খসড়া প্রণয়ন সম্পন্ন হবে, অক্টোবর মাসে সংবিধান নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে, যাতে ডিসেম্বরে সাধারণ নির্বাচন আয়োজন করা যায়।
|