চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খুং ছুয়েন ৩১ মে পেইচিং-এ অনুষ্ঠিত নিয়মিত তথ্য জ্ঞাপন সভায় বলেছেন, চীন, রাশিয়া ও ভারতের অনানুষ্ঠানিক চতুর্থ পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
জানা গেছে, তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ২ জুন রাশিয়ার ভ্লাদিভস্তকে বৈঠকে মিলিত হবেন। খুং ছুয়েন বলেছেন, চীন-রাশিয়া আর চীন-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো, চীনের সঙ্গে এই দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা সুষ্ঠুভাবে উন্নীত হচ্ছে। চীন, রাশিয়া ও ভারত এই তিনটি দেশ আন্তর্জাতিক সম্পর্কের গণতান্ত্রায়ন প্রক্রিয়া, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষা, যৌথ উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে অভিন্ন মনোভাব ও অধিষ্ঠান পোষণ করে এবং তাদের অভিন্ন স্বার্থ আছে। তিন পররাষ্ট্রমন্ত্রী বৈঠক তিনটি দেশের সমঝোতা, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমস্যায় মনোভাব ও অধিষ্ঠান সমন্বয় করা এবং বিশ্বের শান্তি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
|