চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ৩০ মে পেইচিংয়ে সফররত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ম্যাডাম হেলেন্ ক্লার্কের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, চীন পক্ষ নিউজিল্যান্ড পক্ষের সঙ্গে মিলিত প্রচেষ্টা চালিয়ে দু'দেশের সার্বিক সহযোগিতার সম্পর্ক অব্যাহতভাবে উন্নত করবে।
হু চিন থাও মনে করেন, দু'দেশের সম্পর্কে স্থিতিশীল উন্নয়ন এবং অব্যাহত নতুন অগ্রগতি অর্জিত হচ্ছে। তিনি বলেছেন, দু'পক্ষ দু'দেশের সমৃদ্ধ সাংস্কৃতিকসম্পদ ক্ষেত্রের আদান-প্রদান ও সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব দেয় এবং দু'দেশের জনগণের যোগাযোগ সম্প্রসারণে উত্সাহ আর সমর্থন দেয়। ফলে দু'দেশের মৈত্রী দিনদিন মানুষের মনে বদ্ধমূল হয়েছে।
ক্লার্ক বলেছেন, দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা খুবই সাফল্যমন্ডিত। বাণিজ্যের পরিমণ অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। দ্বিপাক্ষিক অবাধ বাণিজ্য বিষয়ক বৈঠকে সুষ্ঠু পরিবেশে সক্রিয় অগ্রগতি অর্জিত হয়েছে। দু'পক্ষের শিক্ষা ও পর্যটন ক্ষেত্রের সহযোগিতাও সাফল্যমন্ডিত।
একই দিনে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ক্লার্কের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
|