চীনের রেডক্রস সোসাইটির দায়িত্বশীল ব্যক্তি ৩১ মে পেইচিংয়ে ঘোষণা করেছেন , চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত চীনের রেডক্রস সোসাইটি ভারত মহাসাগরের জলোচ্ছ্বাস-কবলিত দেশগুলোকে সাহায্য দেবার জন্য মোট ৪০ কোটি রেনমিনপি'র চাঁদা সংগ্রহ করেছে । এই দায়িত্বশীল ব্যক্তি বলেছেন , চীনের রেডক্রস সোসাইটি ভারত মহাসাগরের জলোচ্ছ্বাস ঘটার পরদিনই দুর্গত দেশগুলোকে সাহায্যের জন্য চীনের বিভিন্ন মহলের উদ্দেশ্যে জরুরীভিত্তিতে চাঁদা সংগ্রহের আহবান জানিয়েছে । এই আহবানে চীনের বিভিন্ন মহল সক্রিয় সাড়া দিয়েছে । এই চাঁদা সংগ্রহ তত্পরতা অবশেষে চীনের রেডক্রস সোসাইটির ইতিহাসে ব্যাপকতম ও সবচেয়ে বেশী চাঁদা সংগ্রহকারী একটি আন্তর্জাতিক ত্রাণ তত্পরতায় পরিণত হয়েছে ।
বর্তমানে চীনের রেডক্রস সোসাইটি তার সংগৃহীত ১৮ কোটি রেনমিনপি'র চাঁদা দুর্গত দেশগুলো ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাকে দিয়েছে । এই সোসাইটি পরবর্তীতে দুর্গত দেশগুলোর পুনর্গঠনপরিকল্পনা অনুসারে বাকি চাঁদা সে সব দেশের পুনর্গঠন প্রকল্পগুলোতে ব্যবহার করবে ।
|