পাকিস্তানের করাচির কেন্দ্রস্থলে শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে ৩০ মে সন্ধ্যা একটি আত্মঘাতি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাতে তিনজন আক্রমনকারী ও একজন পুলিশ সহ চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছে।
পাকিস্তানের একটি স্থানীয় টেলিভিশন সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নামাজ পড়ার সময়ে এ ঘটনা ঘটেছে। দু'জন আত্মঘাতি বোমা আক্রমনকারী এ মসজিদের সামনে একজন পুলিশকে হত্যা করেছে। তারপর এ দু'জন আক্রমনকারী মসজিদের দু'জন নিরাপত্তাকর্মীর গুলিতে নিহত হয়েছে। তৃতীয় আক্রমনকারী এই ফাঁকে মসজিদে ঢুকে বোমা বিস্ফোরিত করে দিয়েছে। পুলিশ অন্য দু'জন নিহত আক্রমনকারীর কাছেও বোমা উদ্ধার করেছে।
বিস্ফোরণটি সে এলাকায় দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করেছে।
বর্তমানে কোনো সংস্থা এবং কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করে নি।
|