চীনের প্রতিনিধি দলের তাজিকিস্তান,তুর্কমেনিস্তান আর বেলা-রুস সফর
cri
তাজিকিস্তানের জনগণের গণতান্ত্রিক পাটি ,তুর্কমেনিস্তানের গণতান্ত্রিক পাটি আর বেলা-রুসের প্রেসিডেন্ট অফিসের আমন্ত্রণে , এই তিন দেশ সফরের জন্য চীনের কমিউনিস্ট পাটির কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সম্পাদক হো ইয়োং চীনের কমিউনিস্ট পাটির একটি প্রতিনিধি দল নিয়ে ৩১ মে চীনের রাজধানী পেইচিং ত্যাগ করেছেন।
|
|