৩০ তারিখে ইরানের কেইহান পত্রিকায় বলা হয়, বর্তমান ইরানের প্রেসিডেন্ট খাটেমি মধ্য-প্রাচ্য অঞ্চলের উন্নয়নের জন্যে একটি "মহা মধ্য-প্রাচ্য ইসলাম" প্রস্তাব দাখিল করেছেন, যাতে যুক্তরাষ্ট্রের "মহা মধ্য-প্রাচ্যের গণতন্ত্র"কে প্রতিরোধ করা যায়।
খবরে জানা গেছে, ২৯ তারিখে খাটেমি বিবৃতি প্রকাশ করে বলেছেন যে, তিনি মধ্য-প্রাচ্য অঞ্চলে একটি "মহা মধ্য-প্রাচ্য ইসলাম" পরিকল্পণা বাস্তবায়নের প্রস্তাব করেন। এই পরিকল্পণা অনুযায়ী, মধ্য-প্রাচ্য দেশগুলো জনগণের ব্যাপক সমর্থন-প্রাপ্ত রাজনৈতিক কাঠামো এবং পদ্ধতিতে নিজের গণতন্ত্র, স্বধীনতা ও উন্নয়ন নিশ্চয়ত করতে পারে, এবং বহিরাগত শক্তির ওপর নির্ভর করার যাবতীয় পরিকল্পণা পরিত্যাগ করতে হবে।
|