|
 |
(GMT+08:00)
2005-05-31 10:57:36
|
 |
সংসদে মহিলা আসনের বিধান হাইকোর্ট সংবিধানসম্মত ঘোষণা
cri
হাইকোর্ট সংবিধানের চতুর্থ সংশোধনীতে সংরক্ষিত মহিলা আসনের বিধান সংবিধানসম্মত বলে ঘোষণা করেছে । একই সঙ্গে হাইকোর্ট জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসন নির্বাচন আইন ২০০৪ বৈধ বলে অভিমত দিয়েছে । বিচারপতি মোহাম্মদ আবদুল মতিন ও বিচারপতি এএফএম আবদুর রহমান সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গতকাল এ রায় দেন । আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন , হাইকোর্টের এই রায়ের ফলে নির্বাচন কমিশন এখন দ্রুত মহিলা আসনের নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে পারবে । আইনমন্ত্রী আনুপাতিক হারে মহিলা আসনের প্রতিনিধিত্ব নির্বাচনের এই ব্যবস্থাকে একটি যুগান্তকারী গুরুত্বপূর্ণ সংস্কারমূলক আইন বলে অবিহিত করেছেন । আদালত তার রায়ে বলেছেন , সংরক্ষিত মহিলা আসনের যে বিধান করা হয়েছে তা ১৯৭২ সালে প্রণীত মূল সংবিধানেও ছিল । সে সময় সংবিধান প্রণেতারা অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ বিধান প্রণয়নের পরোক্ষ নির্বাচনের ব্যবস্থা করেছিলেন । সুতরাং সংরক্ষিত মহিলা আসনের বিধান কোনভাবেই সংবিধান পরিপন্থী নয় । রায়ে বলা হয় , মূল সংবিধানে ১৫টি এবং পরবর্তীতে ৩০টি সংরক্ষিত আসনের বিধান করা হয় ।
|
|
|