৩০ তারিখে চীন সফররত নিউজিল্যান্ডের প্রধামন্ত্রী কলার্ক পেইচিংয়ে বলেছেন, নিউজিল্যান্ড চীনের সঙ্গে অবাধ বাণিজ্য অঞ্চলের আলোচনা সমাপ্ত করার প্রথম উন্নত দেশে পরিণত হবে বলে আশা করছে।
সূত্রে জানা গেছে, চীন ও নিউজিল্যান্ড গত ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে চীন-নিউজিল্যান্ডের অবাধ বাণিজ্য অঞ্চলের আলোচনা শুধু হবার পর, তিন দফা আলোচনা চালানো হয়েছে। কলার্ক বলেছেন, তা সত্ত্বেও কোনো কোনো প্রশ্নে দু'দেশের আরো অধিকতর সংলাপ করতে হবে, কিন্তু তিনি বিশ্বাস করেন, দু'পক্ষের অব্যাহত প্রয়াসে আলোচনা সফল হবে।
|