চীনের বানিজ্যমন্ত্রী পো সিলাই ৩০তারিখে পেইচিংয়ে বলেছেন , বিশ্ববানিজ্য সংস্থায় চীনের অন্তর্ভুক্তি সংশ্লিষ্টধারা উদ্ধৃত করে ইউরোপ ও আমেরিকা চীনের বস্ত্রপণ্যের উপর যে বাধা নিষেধ আরোপ করেছে তার কোনো যুক্তি নেই , এটা ঠিক নয় ।
চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্যবিভাগের এক সাংবাদিক সম্মেলনে পো সিলাই এ কথা বলেছেন ।
তিনি বলেছেন , এ বছরের প্রথম চার মাসে চীনের বস্ত্রপণ্যের রপ্তানি অনুরূপ সময়ের তুলনায় ১৮.৪ শতাংশ বেড়েছে । বৃদ্ধিহার গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ৫ শতাংশ হ্রাস পেয়েছে । এ বৃদ্ধিহার চীনের গোটা রপ্তানির বৃদ্ধিহারের চেয়ে অনেক কম । ইউরোপ ও আমেরিকা বাজারে চীনের বস্ত্রপন্যের রপ্তানির বৃদ্ধিহারও মাসেমাসে কমে যাচ্ছে ।
পো সিলাই উল্লেখ করেছেন ,চীন বিশ্ব বানিজ্য সংস্থার প্রতিশ্রুতির বাইরের , বিশেষ ও স্বতন্ত্র বস্ত্রপন্যের রপ্তানি সীমিতকরণের কিছু ব্যবস্থা নিয়েছে । এটা চীনের দায়িত্বের একটি অভিব্যক্তি । চীন আলাপ পরামর্শের মাধ্যমে সুষ্ঠভাবে বস্ত্রপণ্য বানিজ্যের সমস্যা সমাধান করতে ইচ্ছুক ।
|