সংশ্লিষ্ট বিভাগের সাম্প্রতিক পরিসংখ্যান থেকে জানা গেছে , বর্তমানে চীনের ২ লক্ষ ২০ হাজার বধির শিশু প্রশিক্ষন নেওয়ার পর কথা বলতে সক্ষম হয়েছে , এর মধ্যে প্রায় ৪০ হাজার বধির শিশু সাধারণ প্রাথমিকস্কুলে বা কিন্ডারগান্ডেনেভর্তি হয়েছে ।
চীনের বধির শিশু আরোগ্য প্রশিক্ষন-কেন্দ্রের উপপরিচালক নিয়ে বিন বলেছেন, বেশি ভাগ বধির শিশুর অবশিষ্ট শ্রবন-শক্তি আছে , যততাড়াতাড়িসম্ভব শ্রবন-অডিওফোনে সাহায্যে শ্রবন-শক্তি সৃষ্টিরপ্রশিক্ষণ নেয়ার মাধ্যমে বধির শিশুরা কথা বলতে সক্ষম হতে পারে এবং শীঘ্রই সমাজে প্রত্যাবর্তনকরতে পারবে ।
জানা গেছে , চীনে এখন ৮ লক্ষ সাত বছরের চেয়ে কম বয়সের বধির শিশু আছে । বিকলাঙ্গ সহ নানা অক্ষম প্রতিবন্ধ
ইদের মধ্যে শুনতে ও কথা বলতে অক্ষম লোক-সংখ্যা সবচেয়ে বেশী । বর্তমানে সারা চীনে বধির-শিশুদের প্রশিক্ষণ-কেন্দ্র ১৭০০টি ।
|