দক্ষিন কোরিয়ার পররাষ্ট্র ও বানিজ্যমন্ত্রী বান কি মোন ৩০ তারিখে বলেছেন , জাপানের পররাষ্ট্রমন্ত্রনালয়ের উপমন্ত্রী ইয়াচি শোতারো দক্ষিন কোরিয়া-মার্কিন সম্পর্ক প্রসঙ্গে যে মন্তব্য প্রকাশ করেছেন তা দক্ষিন কোরিয়া-জাপান শীর্ষ বৈঠকের উপর নেতিবাচক প্রভাব ফেলবে ।
তিনি বলেছেন , দক্ষিন কোরিয়া-জাপান শীর্ষ বৈঠক গোটা পরিস্থিতির আলোকে দুদেশের সম্পর্ক উন্নয়ন করার এক ভালো সুযোগ। ইয়াচি শোতারো ঘটনা আর বৈঠকটিকে আলাদা আলাদাভাবে বিবেচনা করতে হবে , তাই দক্ষিন কোরিয়া পরিকল্পনা অনুযায়ী জুন মাসে শীর্ষ বৈঠক অনুষ্ঠান করার প্রচেষ্টা চালাবে ।
মে মাসের প্রথম দিকে দক্ষিন কোরিয়ার সংসদ সদস্যদের সঙ্গে দেখা করার সময় জাপানের ইয়াচি শোতারো বলেছিলেন যে , দক্ষিন কোরিয়াকে মার্কিনযুক্তরাষ্ট্রপরিপূর্ণভাবে বিশ্বাস করে না বলে দক্ষিন কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়া সম্পর্কে তথ্য ব্যবহারের ক্ষেত্রে জাপানকে নিরুপায় হয়ে সতর্কতার অবলম্বনকরতে হবে । এজন্যে জাপান সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্যে দক্ষিন কোরিয়া সরকার দাবী জানিয়েছে ।
|