২৯ তারিখ ফ্রান্সের গণ ভোটে যে ই ইউ'র সংবিধান চুক্তি নাকচ হয়েছে , সে সম্বন্ধে ই ইউ আর কতকগুলো দেশ প্রতিক্রিয়া প্রকাশ করেছে ।
ফ্রান্সের গণ-ভোটে যে ই ইউ'র সংবিধান চুক্তি নাকচ করা হয়েছে , তাতে বৃটেন , জার্মানী আর স্পেন ইত্যাদি সদস্য দেশগুলোর সরকার পরিতাপ প্রকাশ করেছে । এর সঙ্গে সঙ্গে পর্তুগাল আর আয়ারল্যান্ডসহ কিছু দেশের সরকারও মত প্রকাশ করেছে যে , তারা অব্যাহতভাবে ই ইউ'র সংবিধান চুক্তি নিয়ে গণ ভোট আয়োজন করবে । ফিনল্যান্ডও অব্যাহতভাবে এই চুক্তি অনুমোদনের কার্যক্রম সম্পন্ন করবে বলে মত প্রকাশ করেছে ।
ই ইউতে যোগদানের জন্য তুরস্কের বিরোধীতা করাটা ফরাসী নাগরিকদের ই ইউ'র সংবিধান চুক্তি নাকচ করার একটি গুরুত্বপূর্ণ কারণ বলে যে খবরাখবর বেরিয়েছে , সে সম্বন্ধে তুর্কী সরকার এই মত প্রকাশ করেছে যে , ফরাসী নাগরিকরা যে ই ইউ'র সংবিধান চুক্তি নাকচ করেছে , তা তুরস্কের সঙ্গে সম্পর্কিত নয় ।
|