চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ৩০ মে পেইচিংয়ে সফররত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের সঙ্গে সাক্ষাতের সময়ে বলেছেন , চীনপক্ষ নিউজিল্যান্ডপক্ষের সঙ্গে একত্রে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে দুদেশের সার্বিক সহযোগিতামূলক সম্পর্ককে অনবরত নতুন স্তরে উন্নীত করতে ইচ্ছুক ।
হু চিন থাও মনে করেন , চীন-নিউজিল্যান্ড সম্পর্কের স্থিতিশীল বিকাশ ও অনবরত নতুন অগ্রগতির প্রথম কারণ হচ্ছে এ ক্ষেত্রে উভয়পক্ষেরই উচ্চ মনোযোগ ও বিপুল অনুপ্রেরণা যোগানো । দ্বিতীয়ত: পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন ও সমতাভিত্তিক ব্যবহার । তৃতীয়ত: পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা ও যৌথ উন্নয়ন । চতুর্থত: আদানপ্রদান জোরদার ও মৈত্রী বাড়ানো । তিনি বলেছেন , দু'পক্ষ দুদেশের সাংস্কৃতিক ক্ষেত্রের আদানপ্রদান ও সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব দেয় এবং দুদেশের জনগণের আদানপ্রদান বাড়ানোকে অনুপ্রাণিত ও সমর্থন করে । ফলে চীন - নিউজিল্যান্ড বন্ধুত্ব দিনদিন জনগণের মনে বদ্ধমূল হয়েছে ।
ক্লার্ক বলেছেন , নিউজিল্যান্ড ও চীনের আর্থবাণিজ্যিক সহযোগিতা খুবই সাফল্যমন্ডিত হয়েছে । বাণিজ্যের পরিমাণ বেড়ে চলেছে । উত্তম পরিবেশে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক অবাধ বাণিজ্য সংক্রান্ত বৈঠকে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে । শিক্ষা ও পর্যটন ক্ষেত্রে দু'পক্ষের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে । তিনি বলেছেন , নিউজিল্যান্ডপক্ষ চীনপক্ষের সঙ্গে মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা অনবরত সম্প্রসারিত ও গভীরতর করবে ।
|