কুওয়েত সফররত ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী মাটি ভাহানেন ৩০ মে জোর দিয়ে বলেছেন, ফ্রান্সের গণভোটে "ইউরোপীয় ইউনিয়নের সংবিধান চুক্তি" নাকচ হলেও ফিনল্যান্ড এই চুক্তি অনুমোদনের প্রক্রিয়া অব্যাহত রাখবে।
ফিনল্যান্ডের সংবাদ সংস্থার ৩০ মে'র খবরে প্রকাশ, ভাহানেন বলেছেন, ফিনল্যান্ড সরকার আগামী শরত্কালে "ইউরোপীয় ইউনিয়নের সংবিধান চুক্তি" সংসদে পেশ করে আলোচনা করবে এবং ই ইউ-র অন্যান্য সদস্য দেশও এই চুক্তি অনুমোদনের প্রক্রিয়া অব্যাহত রাখবে বলে আশা করে।
ভাহানেন জোর দিয়ে বলেছেন, সংবিধান অনুমোদনের প্রক্রিয়া অব্যাহত রাখা উচিত। ২০০৬ সালের শরত্কালে ই ইউ-র চার-পঞ্চমাংশ সদস্য দেশ এই চুক্তি অনুমোদন করবে কিনা তা জানা যায়। এরপর ই ইউ এই প্রক্রিয়া অব্যাহত রাখার উপায় নিয়ে সিদ্ধান্ত নেবে।
|