v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-30 15:02:49    
মৌলানা সিয়ে ইট ফু চিয়াংয়ের সুখী ও শান্ত জীবনযাপন

cri
    প্রতিদিন ভোর সাড়ে চারটায় যখন পশ্চিম চীনের সীমান্ত শহর উরুমুচি নীরবতায় ডুবে যায় , তখন ৯৮ বছর বয়স্ক মৌলানা সিয়ে ইট ফু চিয়াং নামাজ পড়ার জন্য উঠে মসজিদে যান ।

    উইগুর জাতির লোকেরা ইমামকে মৌলানা ডাকেন। যারা জ্ঞানী আর তাদের আচরণ শ্রেষ্ঠই , তাদেরকে মৌলানা ডাকা হয়। ইসলাম ধর্মীয় নিয়মবিধি অনুযায়ী , ইসলাম ধর্মাবলম্বীদের প্রতিদিন তীর্থস্থল-মক্কামুখী পাঁচবার নামাজ পড়তে হয় । প্রতি সপ্তাহের শুক্রবার তারা মসজিদে মিলিত হয়ে জুমার নামাজ পড়েন। শতায়ু মৌলানা সিয়ে ইট্ ফু চিয়াং প্রতি দিন মসজিদে গিয়ে নামাজ পড়েন । তিনি ইসলাম ধর্মাবিশ্বাসে যে এত অটল থাকেন , তার কারণ একদিকে ধর্মের প্রতি তার আনুগত্য , অন্য দিকে জীবনের প্রতি তার মায়া-মমতা ।

    গত শতাব্দির প্রথম দিকে সিনচিয়াংয়ের তুরুফান অঞ্চলের একটি মুসলমান পরিবারে সিয়ে ইট্ ফু চিয়াংয়ের জন্ম । তার পূর্ব পুরুষরা সবাই মোল্লা ছিলেন । যখন তার বয়স ৭ বছর , তখন তিনি জন্মস্থলে একটি ধর্মীয় বিদ্যালয়ে লেখাপড়া করতে শুরু করলেন । তার পর তিনি সিনচিয়াংয়ের দক্ষিণাংশের ঐতিহাসিক নগর খা সি তে গিয়েছিলেন । তিনি ওখানকার একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছিলেন । স্নাতক হবার পর তিনি জন্মস্থলে ফিরে একজন মৌলানা হয়েছেন । গত শতাব্দির আশির দশকে তিনি উরুমুছির একটি বৃহত মসজিদের ইমাম ছিলেন। ইসলাম ধর্মীয় নিয়ম অনুযায়ী ইমাম সাধারনতঃ এক অঞ্চল বা একই মসজিদের ধর্মীয় দায়িত্ব পালন করেন।

    সিয়ে ইট ফু চিয়াং খুব লম্বা নন । তার চেহারা দেখে বোঝা যায় , তিনি অভিজ্ঞ , দয়ালু আর তার বুদ্ধি বেশী । বৃদ্ধ যে মসজিদে থাকেন , তা উরুমুচির একটি প্রসিদ্ধ মসজিদ । তার নাম ইয়াং হাউন মসজিদ । তা এই শহরের দক্ষিণাংশে মুসলমান অধ্যুষিত অঞ্চলে অবস্থিত । মসজিদের স্থাপত্যের বৈশিষ্ট্য অসাধারণ ।

    মসজিদটির ইতিহাস প্রায় এক শো বছর পুরানো । গত শতাব্দীর আশির দশকে এই মসজিদের ইমাম হিসেবে তিনি তা মেরামত করার কথা বিবেচনা করেছিলেন। তিনি সরকারের কাছে মসজিদ মেরামত ও মজবুত করার আবেদন জানিয়েছেন । ফলে সরকার তার এই পরিকল্পনা অনুমোদন করেছে এবং এই খাতে অর্থ বরাদ্দ করেছে । বৃদ্ধ খুব উত্তেজিত হলেন । তিনি মসজিদের মেরামত ও মজবুত-করণের উপর খুব মনোযোগ দিয়েছেন। এই প্রকল্প সম্পন্ন হবার পর মসজিদের মেঝের আয়তন ৩ হাজার বর্গ মিটারে দাঁড়িয়েছে । ওখানে হাজার লোকের নামাজ পড়ার ব্যবস্থা করা যায় । বৃদ্ধ বলেছেন , সরকার মসজিদের মেরামত খাতে ২৯ লক্ষ ইউয়ানেরও বেশী অর্থ বরাদ্দ করেছে । এখনকার মসজিদ রাজপুরীর মতো ঝকঝকে । আজকাল বৃদ্ধ যখন মসজিদে নামাজ পড়তে যান , তখন তিনি খুব আরাম বোধ করেন । সিয়ে ইট ফু চিয়াং মোল্লা খুব দয়ালু আর অন্যদের সাহায্য করতে খুব পছন্দ করেন । গরীবদের বাসায় বিয়ে বা শেষকৃত্য অনুষ্ঠান আয়োজনের জন্য যখন তাকে প্রয়োজন , তখন তিনি বিনা পয়সায় তাদের সাহায্য করেন । প্রতি বছরের শীতকালে মসজিদে যে কয়লা বাকী আছে , তিনি তা আশেপাশের গরীবদের বিতরণ করে দেন । মসজিদে চাকরি করার জন্য তিনি কয়েক ডজন বেকার যুবককে সাহায্য করেছিলেন । তিনি বলেছেন , কর্মসংস্থান থাকলে যুবকদের জীবনের চিন্তা নেই , তারা খারাপ বখে যাবে। এই সব যুবক যাতে নিশ্চিন্তে কাজ করতে পারে , তাঁর জন্যে মৌলানা তাদের স্ত্রীদেরও নিকটবর্তী রেস্তরাঁয় কর্মসংস্থানের ব্যবস্থা করেন । দুর্গত এলাকার কাছে নগদ আর কাপড়-চোপড় চাঁদা দেয়ার জন্য তিনি সকলের উদ্দেশ্যে আহবান জানান ।

    সিনচিয়াং উইগুর স্বায়ত্ত শাসিত অঞ্চল চীনের এমন একটি অঞ্চল , যেখানে মুসলমানদের সংখ্যা অন্য যে কোনো অঞ্চলের চেয়ে বেশী । এই অঞ্চলে যুগ যুগ ধর্মে বসবাসকারী ১৩টি জাতির মধ্যে ১০টি জাতি ইসলাম ধর্ম বিশ্বাস করে । মুসলমানদের সংখ্যা ১ কোটিরও বেশী। সম্প্রতি বিভিন্ন জাতির ধর্ম বিশ্বাসের স্বাধীনতা সংক্রান্ত একটি আইনবিধি চীনে বলবত হয়েছে ।

    এখন ধর্ম বিশ্বাস বিষয়ক ব্যাপার আইনগত নিশ্চয়তা পেয়েছে । আমাদের সমাজে সভ্যতা , আইন ব্যবস্থা আর গণতন্ত্র আছে ।

    নয়া চীন প্রতিষ্ঠিত হবার আগে সিনচিয়াংয়ে শুধু পঞ্চাশাধিক হজযাত্রী ছিলেন । এখন প্রতি বছর সহস্রাধিক মুসলমান মক্কায় হজ পালন করতে যান । মৌলানা সিয়ে ইট ফু চিয়াং বলেছেন , তিনি পর পর নাইজেরিয়া , ফ্রান্স , সৌদি আরব প্রভৃতি দেশে গিয়ে ধর্মীয় তত্ত্ব অধ্যয়ন আর আদান প্রদানের কাজ করেছেন । তিনি বলেছেন , তিনি যে এই সব তত্পরতা চালিয়েছি , তার মূলে রয়েছে ধর্ম বিশ্বাস বিষয়ক রাষ্ট্রীয় উদার নীতি ।

    সিনচিয়াং ইসলামী ইনস্টিটিউট এমন একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান , যেখানে সিনচিয়াংয়ের বিভিন্ন অঞ্চলের মসজিদের জন্য মাঝারি ও উচ্চ পর্যায়ের ধর্ম প্রচারকদের প্রশিক্ষণ দেয়া হয় । মৌলানা সিয়ে ইট ফু চিয়াং আমন্ত্রনক্রমে এই ইনস্টিটিউটে পড়ান । তিনি জ্ঞানী , জীবনের অভিজ্ঞতা বেশী , ছাত্ররা তাকে খুব পছন্দ করেন । মৌলানা সিয়ে ইট ফু চিয়াং প্রসংগে এই ইনস্টিটিউটের উপ-প্রধান মৌলানা আবদুল্লাহ্ বলেছেন , তার সারা জীবন ইসলাম ধর্মের সংগে জড়িত । তিনি কড়াকড়িভাবে কোরান মেনে নিয়ে কাজ করেন আর কখনো কোরানের শাস্ত্রবিধি লংঘন করেন নি। তিনি সক্রিয়ভাবে জনসাধারণকে কোরানের শাস্ত্রবিধি প্রচার করেন এবং নিজের সততা আর দয়ার মাধ্যমে অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেন । তিনি ব্যাপক জনসাধারণের শ্রদ্ধা পেয়েছেন ।

    মৌলানা সিয়ে ইট ফু চিয়াংয়ের বেশীর ভাগ সন্তান সন্ততি উচ্চ শিক্ষা পেয়েছেন । তার এক ছেলে ও এক নাতি পেশাগত ধর্ম প্রচারক । জনাব মাহামুদ্দি মৌলানা সিয়ে ইট ফু চিয়াংয়ের জামাই । শ্বশুর প্রসংগে তিনি বলেছেন , শ্বশুর যে দীর্ঘায়ু হয়েছেন , তার মূলে রয়েছে ধর্মে অটল থাকা আর জীবনের প্রতি তার উদারতা ও নমনীয়তা ।

    মৌলানা সিয়ে ইট ফু চিয়াংয়ের জীবনধারার নিয়ম আছে । ভোর বেলায় তিনি চারটার একটু বেশী সময়ে উঠেন , ফজরের নামাজ পড়ার পর তিনি দু' এক ঘন্টা বই পড়েন। তার পরে হাঁটেন , শাস্ত্রগ্রন্থ পাঠ করেন । রাত সাত আটটায় তিনি ঘুমান । তিনি দিনে শুধু তিনবেলা খান ।