৩০ তারিখে তিন দিন ব্যাপী নোবেল পুরস্কর বিজয়ীদের পেইচিং ফোরাম পেইচিংয়ে উদ্বোধন হয়েছে।
এবারকার ফোরামের প্রসঙ্গ হল "মানবজাতির সুষমতা ও উন্নয়ন", তাতে ধারবাহিক বিদ্যাগত পরামর্শ ও আলোচনা অনুষ্ঠিত হবে। ছিকাগো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অধ্যাপক রোবের্ট ডাবলিউ ফোগেলসহ সাতজন নোবেল অর্থনীতি পুরস্কর বিজয়ী এবং পাঁচজন বিশ্ব বিখ্যাত অর্থনীতিবিদ এবারকার আন্তর্জাতিক অর্থনীতি শীর্ষ সম্মেলনে একাভেমিক বক্তৃতা দেবেন।
চীনের উপ প্রধানমন্ত্রী জেং ফেইয়ান ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময়ে বলেছেন যে, বর্তমান ও পরবর্তী এক সময় পর্বে, চীন আর অর্থনীতি বাড়ানোর পদ্ধতি আরো দ্রুতভাবে পরিবর্তন করবে, সক্রিয়ভাবে অর্থনীতির কাঠামো সুবিন্যস্ত করবে, যাতে অর্থনীতির স্থায়ী ও স্থিতিশীলতা উন্নয়ন করা যায়। আরো সক্রিয় ও উন্মুক্ত অর্থনীতি ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে, কর্মসংস্থান বাড়ানোর প্রয়াস করা হবে। অব্যাহতভাবে কৃষকের আয় বাড়িয়ে দেয়া হবে, পশ্চিমাঞ্চল, সংখ্যালঘু জাতি অঞ্চল ও সীমান্ত অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করা হবে।
|