মার্কিন নিউইয়োর্ক টাইমস ২৯ তারিখে প্রকাশিত নিকোলাস ক্রিস্টোফের প্রবন্ধে বলা হয়েছে যে, চীনের রেনমিনবি বিনিময় হার নীতি এশিয়ার কাছে স্থিতিশীলতা দিয়েছে, যাতে সারা বিশ্ব আরো সমৃদ্ধিশালী হতে পারে যায়।
প্রবন্ধে বলা হয়, সারা বিশ্বে পুঁজির আদানপ্রদান এবং, বিশ্বের অর্থনীতির স্থিতিশীলতা ওপর নেতিবাচক প্রভাব সৃষ্টিকারী দেশ যুক্তরাষ্ট্র, চীন নয়। যুক্তরাষ্ট্রের আর্থিক ঘাটতি সমস্যা একটি আসল আন্তর্জাতিক সমস্যা।
প্রবন্ধে বলা হয়, আসলে, কেনাকাটার ক্ষমতার দিক থেকে হিসাব করলে, সাম্প্রাতিক বছর গুলোতে সারা বিশ্বের অর্থনীতির বৃদ্ধিতে চীনের অবদান বিশ্বের তিন ভাগের এক ভাগ, কিন্তু যুক্তরাষ্ট্রের অবদান শুধু ১৩ %।
প্রবন্ধে বলা হয়, ইতিহাসে যুক্তরাষ্ট্র এশিয়াকে যে সব প্রস্তাব দিয়েছে, সেগুলোর ফল খারাপ বলে প্রমানিত হয়েছে। যুক্তরাষ্ট্রের চাপ জাপানকে বিপদজনক বাবল্ল অর্থনীতি এনে দিয়েছে, এবং ১৯৯৭ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত এশিয়ার আর্থিক সংকট তীব্রতর করেছে।
|