আফগানিস্তানের রাজধানী কাবুল ৩০ মে ভোরে রকেট হামলার শিকার হয়েছে। আফগানিস্তানের আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর সদর দফতরের নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটেছে।
একজন টহলদার আফগান সৈন্য বলেছেন, স্থানীয় সময়ে ভোর দেড়টায় এ ঘটনা ঘটেছে। তিনি প্রথমে রকেটের আলো দেখেছেন তারপর একটি ভারী বিস্ফোরণের শব্দ শুনেছেন। অনুমান করে বল হয়, এ বিস্ফোরণ সম্ভবতঃ আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর সদর দফতরের শিবিরে ঘটেছে।
জানা গেছে, আন্তর্জাতিক নিরাপত্তা ত্রাণ বাহিনী আশপাশের রাস্তা অবরুদ্ধ রেখেছে এবং এ ঘটনার ওপর তদন্ত শুরু করেছেন। এ খবর পাওয়া পর্যন্ত মানুষ হতাহত হয়েছেন কিনা জানানো হয় নি।
এ মাসের ১৪ তারিখে কাবুলের একটি সরকারী হাসপাতালও রকেট বোমার শিকার হয়েছে। কিন্তু কেউ হতাহত হয়নি।
|