২৯ তারিখে তিনদিন ব্যাপী এশিয়া সাংস্কৃতিক সহযোগিতা সম্মেলন পেইচিংয়ে উদ্বোধন হয়েছে । চীন, ভারত, ইরান, জাপান ইত্যাদি ১৩টি দেশ এবং চীনের হংকং, ম্যাকাও ও তাইওয়ান তিনটি অঞ্চলের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন ।
এবারকার সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে এশিয়া দেশগুলো ও অঞ্চলের সাংস্কৃতিক সহযোগিতা ও উন্নয়ন নিয়ে আলোচনা করা এবং এশিয়ার আঞ্চলিক সংস্কৃতি সহযোগিতার সংস্থার গঠন সম্পর্কে সংলাপ করা , যাতে বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে স্বদেশ আর স্বজাতির বর্তমান ও ভবিষ্যতের জন্যে এশিয়ার বিভিন্ন দেশ, জাতি ও অঞ্চলের উচ্চপর্যায়ের উদ্বেগ প্রতিফলিত করা যায় ।
চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস-চেয়ারম্যান লি থিয়েইং উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময়ে বলেছেন, বিভিন্ন জাতির উন্নয়ন সমৃদ্ধসংস্কৃতি সৃষ্টিকরেছে , সংস্কৃতি হচ্ছে একটি জাতির আই.ডি কার্ড । আমরা প্রাকৃতিক বিশ্বের রকমারিতা সংরক্ষণ করার সঙ্গে সঙ্গে সংস্কৃতিকে সম্মানকরবো এবং সাংস্কৃতিক রকমারিতা সুরক্ষা করবো ।
|