ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩০ মে ভোরে প্রকাশিত চূড়ান্ত ফলাফল থেকে জানিয়েছে, ৫৪.৮৭ শতাংশ ফ্রান্সের ভোটার ২৯ মে আয়োজিত ই-ইউ'র সংবিধান চুক্তির বিরুদ্ধে ভোট দিয়েছেন। সেইজন্য ই-ইউ'র সংবিধান চুক্তি অবশেষে ফ্রান্সে গৃহিত হয়নি।
ফ্রান্সের প্রেসিডেণ্ট শিরাক ২৯ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত প্রাথমিক ফলাফল নিয়ে বলেছেন, ফ্রান্স ই-ইউ'র সংবিধান চুক্তি গৃহিত না করলে, ইউরোপে ফ্রান্সের স্বার্থের ক্ষতি হতে পারে। কিন্তু তিনি একই সঙ্গে জোর দিয়ে বলেছেন, ই-ইউ'র সৃষ্টিকারী দেশের মধ্যে একটি সদস্য হিসেবে ফ্রান্স ভবিষ্যতেও ই-ইউ'র একটি সদস্য দেশ এবং তার প্রতিশ্রুতি মেনে চলবে।
ই-ইউ'র নেতারা ২৯ মে রাতে একটি বিবৃতিতে বলেছেন, ফ্রান্সের গণভোটে ই-ইউ'র সংবিধান চুক্তি নাকচ করা হয়েছে বলে তাঁরা হতাশ হয়েছেন। কিন্তু তাঁরা বলেছেন, ফ্রান্সের গণভোটের ফলাফল নিয়ে গভির গবেষণা করবেন এবং একই সঙ্গে ই-ইউ'র বিভিন্ন সদস্যদেশে এ সংবিধান অনুমোদনের প্রক্রিয়া অব্যাহত চলবে।
|