শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান এমপি বলেছেন , শুধু আইন প্রয়োগ করে কিংবা সরকারী প্রকল্পের মাধ্যমেই শিশু শ্রম নিরসন সম্ভব নয় । এর জন্য প্রয়োজন সামাজিক মূল্যবোধ , যে মূল্যবোধ শিশুর কল্যাণে এগিয়ে আসতে আমাদের বিবেককে চালিত করবে , আমাদের মনকে উজ্জীবিত করবে ।
গতকাল ঢাকার সিরডাপ মিলনায়তনে "বাংলাদেশে শিশু শ্রম নিরসনঃ বর্তমান অবস্থা ও ভবিষ্যত দিক নির্দেশনা" শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন । শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও "বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশু শ্রম নিরসন" প্রকল্প যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে ।
প্রতিমন্ত্রী বলেন , মন্ত্রণালয়ের গৃহীত প্রকল্পের আওতায় ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের প্রত্যাহারের জন্য একটি জরিপের মাধ্যমে ১০ হাজার শিশু শ্রমিককে বাছাই করা হয়েছে । এদেরকে দু'বছর উপানুষ্ঠানিক শিক্ষা এবং ১৩টি ট্রেডের ওপর ৬ মাসব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও দেয়া হয়েছে । এছাড়া ৫ হাজার শিশুর পিতা-মাতাকে বাছাই করে সুদমুক্ত ঋণ দেয়া হয়েছে । যাতে করে তাদের আয়ের পথ সৃষ্টি হয় এবং তারা মন্ত্রণালয়ের শ্রমের ওপর নির্ভরশীলতা পরিহার করতে পারে । তিনি বলেন ,একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বর্তমান সরকার শিশু এবং নারী কল্যাণে কাজ করে যাচ্ছে । আমান উল্লাহ বলেন , বাংলাদেশের সম্পদের সীমাবদ্ধতার সাথে বিশাল শিশু জনগোষ্ঠীর শ্রম মোচন প্রক্রিয়া অবশ্যই একটি সুঃসাধ্য কাজ ।
|