চীনের প্রতিরক্ষা বিজ্ঞান, প্রযুক্তি ও শিল্প কমিটি সূত্রে জানা গেছে , চীন প্রথমবারের মতো মহাশুন্যেশস্যের বীজ লালনে ব্যবহৃত উপগ্রহ উত্ক্ষেপন করবে ।
মহাশুন্যে শস্যেরবীজ লালনের অর্থ হলো,শস্যের বীজ আর জীবানু ২ লক্ষ থেকে ৪ লক্ষ মিটার উচ্চ মহাশুন্যে এনে মহাশুন্যের নানান বিশেষ উপাদান ব্যবহারে বীজটি প্রক্রিয়া করার পর উন্নত মানের নতুন বীজ লালন করা ।
জানা গেছে , ১৯৮৭ সাল থেকে চীন ফিরিয়ে আনা উপগ্রহ নিয়ে ৯বার পরীক্ষা চালিয়ে উত্পাদন পরিমান বেশী এবং গুনগতমান ভাল এমন কিছু নতুন শস্যের বীজ লালন করেছিল , কিন্তু মহাশুন্যে বীজ লালনে ব্যবহৃত উপগ্রহ উত্ক্ষেপন করা চীনে এই প্রথমবার । উপগ্রহটি চীনে আরও বেশী আরও উন্নত মানের শস্য-বীজ সরবরাহ করবে বলে বিশেষজ্ঞরা আশা করেন ।
|