পশ্চিম চীনের সি আন উপগ্রহ পরীক্ষা ও নিয়ন্ত্রন কেন্দ্র সূত্রে জানা গেছে , চীনের দ্বিতীয় মানববাহী নভোখেয়াযান সেনচৌ-৬-এর পরীক্ষামূলক কাজ সম্পন্ন হয়েছে ।
বিশেষজ্ঞরা বলেছেন , সি আন উপগ্রহ পরীক্ষা ও নিয়ন্ত্রন কেন্দ্র আগের পরীক্ষামূলক কাজে ব্যবহৃত টেলিযোগাযোগ ব্যবস্থার সংস্কার করেছে , যার ফলে টেলিযোগাযোগ ব্যবস্থাটির গোটা প্রযুক্তিগতক্ষমতাবেড়েছে । তাছাড়া পরীক্ষা, টেলিযোগাযোগ , অনুসন্ধান , ত্রান,ফিরিয়ে আনা এবং আবহাওয়ার নিশ্চয়তাবিধান করার এক নতুন অবতরণ-ব্যবস্থাও প্রতিষ্ঠিত হয়েছে । নভোখেয়াযানের মাটিতে অবতরণ করার গোটা প্রক্রিয়াকে ভিডিও করার ক্ষমতাএই নতুন অবতরণ-ব্যবস্থারআছে ।
পরিকল্পনা অনুযায়ী সেনচৌ-৬ নামক মানববাহী নভোখেয়াযান চলতি বছরের শরত্কালে নিক্ষেপ করা হবে । দুজন নভোচারী মহাশুন্যে ৫ দিনব্যাপী উড্ডয়ন করবেন এবং প্রযুক্তিগত পরীক্ষা কাজ চালাবেন ।
|