v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-29 18:38:51    
চীনের পন্ডিতরাঃ টোকিও বিচারের ন্যাযতা, বৈধতা ও নির্ভরযোগ্যতার কোনো সন্দেহ নেই

cri
    সম্প্রতি জাপানের দুজন সরকারী কর্মকর্তা টোকিও বিচার অস্বীকার করে দ্বিতীয় মহাযুদ্ধেজাপানের এ-গ্রুপের যুদ্ধাপরাধীদের নির্দোষ প্রমান করার জন্য যে বক্তৃতা দিয়েছেন তা সম্পর্কে চীনের বিশেষজ্ঞ ও পন্ডিতরা উল্লেখ করেছেন যে , টোকিও-বিচারের ন্যায্যতা, বৈধতাও বিশ্বাসযোগ্যতার কোনো সন্দেহ নেই ।

    ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক গবেষনালয়ের উপনেতা লিউ ইয়ুংচিয়াং ২৯ মে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন ,দূর-প্রাচ্য আন্তর্জাতিকসামরিক আদালত প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলে দ্বিতীয় মহা যুদ্ধ সংঘটিত করা জাপানের প্রধান যুদ্ধাপরাধীদের যে বিচার করেছে তার ন্যায্যতা, বৈধতা ও বিশ্বাসযোগ্যতার কোনো সন্দেহ নেই ।

    চীনের সমাজ বিজ্ঞান একাডেমীর জাপান বিষয়ক গবেষনালয়ের প্রফেসর চিন সিত্য বলেছেন , জাপানের দু-এক জন নেতা যে কথা বলেছেন তা শুধু জাপান আগ্রাসী যুদ্ধের শিকারী দেশগুলোর মনোভাবের ক্ষতি করেনি , সরাসরি এশিয়ার আঞ্চলিক সহযোগিতার উজ্জ্বল ভবিষ্যতেরও ক্ষতি সাধন করেছে ।

    চীনা জনগণের জাপ বিরোধীযুদ্ধের স্মৃতি ভবনের গবেষণা বিভাগের প্রধান থাং সিয়াওহুই বলেছেন , টোকিও বিচার আন্তর্জাতিক চুক্তি ও আন্তর্জাতিক আইনের মানদন্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ ।

    নানখাই বিশ্ববিদ্যালয়ের জাপান বিষয়ক গবেষনালয়ের এসিস্টেট প্রফেসর সুং চিইয়ৃং মনে করেন যে , জাপানী নেতারা যে টোকিও বিচার অস্বীকার করে তার উদ্দেশ্যশুধু বিচারের ফলাফল অস্বীকার করা নয় জাপানের আগ্রাসী যুদ্ধ বাঁধানোর ইতিহাস অস্বীকার করা তাদের আসল উদ্দেশ্য ।