চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ২৮ মে পেইচিংয়ে বলেছেন , ১৯৯৮ সালের পর চীন তার ৫টি সংখ্যালঘু জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন সমর্থনের জন্য মোট ১১০০০ কোটি ইউয়ান রেনমিনপি'রও বেশী মূল্যের রাষ্ট্রীয় ঋণপত্র বিতরণ করেছে ।
এই কর্মকর্তা কেন্দ্রীয় সংখ্যালঘু জাতি সংক্রান্ত কর্মসম্মেলনে বলেছেন , সাম্প্রতিক বছরগুলোতে উন্নয়ন ও সংস্কার কমিশন যাবতীয় সংখ্যালঘু জাতি অধ্যুষিত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা নির্মান , নতুন শক্তিসম্পদ ও পুন:ব্যবহারযোগ্য শক্তিসম্পদ ব্যবহার , বিদ্যুতের অভাবের সমস্যা সমাধান ইত্যাদির কাজ চালিয়েছে । তাছাড়া সেসব অঞ্চলে বেশ কিছু কৃষি , বন ও জলসেচ প্রকল্পকেও সমর্থন জুগিয়েছে।
তিনি বলেছেন , উন্নয়ন ও সংস্কার কমিশন অব্যাহতভাবে অর্থবরাদ্দ বাড়িয়ে সংখ্যালঘু জাতি অধ্যুষিত অঞ্চলগুলোর প্রাকৃতিক পরিবেশের গঠন ও পরিবেশের সুরক্ষা ত্বরান্বিত করবে , বৈশিষ্টসম্পন্ন শিল্প গড়ে তুলবে এবং এই সব অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন দ্রুততর করবে ।
|