লেবাননের জাতীয় সংসদ নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট ২৯ মে সকালে ৭টায় বৈরুতে যথাসময়ে অনুষ্ঠিত হয়েছে। এটি হচ্ছে লেবানন থেকে সিরিয়া তার বাহিনী সরিয়ে নেওয়ার পর অনুষ্ঠিত প্রথম লেবানন সংসদের নির্বাচন।
জানা গেছে, এবারকার লেবানন সংসদের নির্বাচন ৪টি পর্যায়েঅনুষ্ঠিত হবে। বৈরুতে অনুষ্ঠিত ভোটদান হলো এবারকার সংসদ নির্বাচনের প্রথম পর্যায়। এবারকার নির্বাচনের দায়িত্বশীল লেবাননের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈরুতে মোট ৭৮০ টি নির্বাচন কেন্দ্র স্থাপন করেছে। ভোটদাতারা ভোটদিয়ে ১৯ জন নতুন সংসদ সদস্য নির্বাচিত করবেন।
৬ জুন থেকে ১৯ জুন পর্যন্ত অন্য তিনটি পর্যায়ের নির্বাচন কাজ লেবাননের বিভিন্ন নির্বচনী অঞ্চলে যথাক্রমে অনুষ্ঠিত হবে। অবশেষে লেবাননের নতুন সংসদের ১২৮ জন সংসদের সদস্য নির্বাচিত হবে।
এর আগে লেবাননের সরকার বহুবার প্রতিশ্রুতি দিয়েছে যে এবারকার সংসদের নির্বাচন হচ্ছে ন্যায্যা ও স্বচ্ছ। লেবানন সরকার নির্বাচনের তত্ত্বাবধান কাজে অংশ নেয়ার জন্য জাতি সংঘ ও ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সংস্থারশতাধিক পর্যবেক্ষককে আমন্ত্রণ জানিয়েছে।
|