জাতি সংঘ কোটেডিভা বিষয়ক বিশেষ প্রতিনিধি পিয়ারে স্কোরি ২৮ মে কোটেডিভাস্থ ফ্রান্সের শান্তিরক্ষা বাহিনী কোটেডিভার শান্তির জন্য বাধা একথা খণ্ডন করেছেন।
তিনি বলেছেন, কোটেডিভাস্থ ফ্রান্সের বাহিনীর কাজ হচ্ছে জাতি সংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে চলা। এই বাহিনী এবং জাতি সংঘের শান্তিরক্ষা বাহিনী উভয় কোটেডিভার শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষার গুরুত্বপূর্ণ শক্তি। তিনি আরও বলেছেন, জাতি সংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব গৃহীত হবে, যাতে কোটেডিভাস্থ ফ্রান্সের বাহিনী ও জাতি সংঘের শান্তিরক্ষা বাহিনীর দায়িত্ব পালনের মেয়াদ দীর্ঘ করা হয়।
|