গরিব পরিবারের ছাত্রছাত্রীরা যাতে তাদের বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া সম্পন্ন করতে সক্ষম হয় সেজন্য তাদের আর্থিকসাহায্য করতে চীনের বৃহত্তম বেসরকারী দারিদ্র্য বিমোচন সংস্থা -- দারিদ্র্য বিমোচন তহবিল সংস্থা ২৮মে পেইচিংয়ে এক কল্যানকর তত্পরতা চালিয়ে সমাজের বিভিন্ন মহলকে উদ্বুদ্ধ করেছে ।
তত্পরতাটির মাধ্যমে এ বছর শরত্কালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ১০ হাজার গরিব ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার ফি ও দৈনিক জীবনের ফি সংগ্রহন করবে বলে আশা প্রকাশ করে চীনের দারিদ্র্য বিমোচন তহবিল সংস্থা ।
জানা গেছে , গত বছরের শেষ নাগাদ চীনের বিশ্ববিদ্যালয়ে মোট ১ কোটি ৯০ লক্ষছাত্রছাত্রীলেখাপড়া করছেন , এদের মধ্যে প্রায় এক-পঞ্চম ভাগ গরিব পরিবারের সন্তান , তারা যাতে নিজের লেখাপড়া সম্পন্ন করতে পারেন তার জন্য চীন সরকার নানান ব্যবস্থা নিয়েছে
|