জার্মানি ফেডারেশনের সিনেটে ২৭ মে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠ ভোটে "ইউরোপীয় ইউনিয়নের সংবিধান চুক্তি" গৃহীত হয়েছে ।
ইউরোপীয় ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারপার্সন মার্গোট ওয়ালসট্রোম একে স্বাগত জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন ।
"ইউরোপীয় ইউনিয়নের সংবিধান চুক্তি"-র খসড়া প্রণয়নের কাজ পরিচালনাকারী ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ডেসটাইং মনে করেন , জার্মানির এই চুক্তি অনুমোদন এই চুক্তির উপর শীগ্রই গণভোট আয়োজনকারী ফ্রান্স প্রভৃতি দেশের কাছে সক্রিয় সংকেত প্রেরণ করেছে ।
একই দিন ইতালির প্রধানমন্ত্রী বেলুস্কোনি রোমে সফররত বৃটেনের প্রধানমন্ত্রী ব্লেয়ারের সঙ্গে বৈঠকের পর আবারও ঘোষণা করেছেন , ইতালি "ইউরোপীয় ইউনিয়নের সংবিধান চুক্তি"-কে সমর্থন করে । তাছাড়া বেলুস্কোনি ফ্রান্সের জনসাধারণের উদ্দেশ্যে এই চুক্তির পক্ষে ভোট দেওয়ার আহবানও জানিয়েছেন , যাতে ইউরোপের একীভূতকরণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলতে পারে ।
ব্লেয়ার বলেছেন , তিনি বেলুস্কোনির সঙ্গে যাবতীয় আলোচ্যবিষয়ে একমত হয়েছেন । তিনি আরও বলেছেন , বৃটেনে এই চুক্তির উপর শীগ্গীরই অনুষ্ঠিতব্য গণভোট ফ্রান্সের গণভোটের ফলাফলের প্রভাবে প্রভাবিত হবে না ।
|