চীনের স্টক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিটির ভাবীপণ্য বিভাগের পরিচালক ইয়াং মাই চুয়েন ২৮ মে শাংহাই-এ বলেছেন, কমিটি ভাবীপণ্য বাজারের উন্মুক্ত প্রক্রিয়া শতর্কতার সঙ্গে ও স্থিতিশীলভাবে ত্বরান্বিত করবে।
শাংহাই ভাবীপন্য এক্সচেন্জের একটি সম্মেলনে ভাষণ দেয়ার সময় তিনি এই কথা বলেছেন। তিনি বলেছেন, নিরাপত্তা দৃঢ় নিয়ন্ত্রণে চীনের স্টক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিটি অব্যাহতভাবে মূলভূভাগের সক্ষম সংস্থা ও কর্মকর্তা বিদেশে ভাবীপণ্যের হেজ কর্ম করতে সমর্থন করবে এবং বৈদেশিক ভাবীপণ্য কর্তব্য অনুমতি পত্রের বিতরণের ক্ষেত্র সম্প্রসারিত করবে।
তিনি আরো বলেছেন, সংশ্লিষ্ট শর্ত অভাবের অবস্থায় চীনের শিল্পসংস্থা বিদেশে ভাবীপণ্য বাজারে যোগ দেয়া বা বৈদেশিক পুঁজি বিনিয়োগী চীনের ভাবীপণ্য বাজারে অংশ নেয়ার চাহিদা মেটানো যায় না।
|