নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরাষ্ট্রের আসন দশটি বাড়ানোর দাবি জানিয়ে পাকিস্তান , ইতালি প্রভৃতি দেশ নিয়ে গঠিত "ঐক্যবদ্ধ হয়ে ঐক্যমত আদায়" আন্দোলন ২৭ মে ৫৯তম জাতিসংঘ সাধারণ সম্মেলনের চেয়ারম্যানের কাছে একটি কর্মদলিল দাখিল করেছে ।
এই দলিলে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্রের আসন বর্তমানের দশটি থেকে বাড়িয়ে বিশটি করার প্রস্তাব জানানো হয়েছে । আরও প্রস্তাব জানানো হয়েছে যে , সম্প্রসারিতব্য নিরাপত্তা পরিষদের যাবতীয় অস্থায়ী সদস্যরাষ্ট্রের মেয়াদ হবে দুই থেকে তিন বছর এবং পুননির্বাচিত হতে পারে । নতুন বর্ধিতব্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরাষ্ট্রের আসনগুলো জাতিসংঘের বর্তমান পাঁচটি অঞ্চল গ্রুপের মধ্যে বন্টন করা হবে । পুননির্বাচিত হওয়ার মানদন্ড এবং অস্থায়ী সদস্যরাষ্টের পরিবর্তনের উপায় বিভিন্ন অঞ্চলের দেশগুলো নিজেরাই পরামর্শ করে নির্ধারণ করবে ।
|