চীনের বানিজ্যমন্ত্রী পোসিলাই উদ্ধৃতি দিয়ে ২৮মে প্রকাশিত পিপলস ডেইলী পত্রিকার খবরে বলা হযেছে , বস্ত্রদ্রব্যের একীকরনের পর চীনের বস্ত্রদ্রব্যের রপ্তানীর বৃদ্ধি স্বল্পকালের।
২৬ মে সফররত স্পেনের শিল্প পর্যটন ও বানিজ্যমন্ত্রী জোসে মোন্টিল্লার সঙ্গে বৈঠক করার সময় পোসিলাই বলেছেন , এবছরের প্রথম তিনমাসে ইউরোপীয় ইউনিয়নে চীনের আংশিক বস্ত্রদ্রব্যের রপ্তানীর দ্রুত বৃদ্ধি হয়েছে বস্ত্রদ্রব্যের একীকরনের পর এটা স্বল্পকালের প্রবনতা । চীন দায়িত্বশীল বড় বানিজ্য রাষ্ট্র, বস্ত্রদ্রব্য একীকরন হওয়ার পর স্থিতিশীলভাবে বৃদ্ধি হওয়ার পরিবেশ দেখতে পাবে বলে চীন আশা করে । সুতরাং এ বছরের প্রথম দিকে রপ্তানী দ্রব্যের শুল্ক বাড়িয়ে দেওয়ার জন্য চীন ধারাবাহিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে । মার্চ মাস থেকে ইউরোপীয় ইউনিয়নে চীনের বস্ত্রদ্রব্যের বৃদ্ধি ধাপেধাপে হ্রাস পেয়েছে , বাস্তবতা থেকে প্রমানিত হয়েছে যে , সংশ্লিষ্ট ব্যবস্থায়ফল দেখা গেছে ।
|