চীনের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র খুং ছুয়েন ২৭ মে সাংবাদিকদের প্রশ্লের উত্তরে বলেছেন , যুক্তরাষ্ট্রের প্রতিনিধিপরিষদে গৃহিত ২০০৬ সালের প্রতিরক্ষা আইনে চীন সম্পর্কে যে ধারা নির্ধারিত হয়েছে চীন দৃঢতার সঙ্গে তার বিরোধিতা করে এবং মার্কিন পক্ষের কাছে প্রতিবাদ জানায় ।
খবরে জানা গেছে , সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদেযে ২০০৬ আর্থিক সালের প্রতিরক্ষা আইন গৃহিত হয়েছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে উচ্চপর্যায়ের সামরিক শিক্ষাআদানপ্রদান প্রভৃতি চীনের সঙ্গে জড়িত ধারা অন্তর্ভুক্ত।
খুংছুয়ে বলেছেন , এই ধারাগুলো সাংঘাতিকভাবে চীন-মার্কিন যুক্ত ইস্তাহার ও মার্কিনসরকারের বারবার ঘোষিত এক চীন নীতি লংঘন করেছে । সংশ্লিষ্ট ধারার ক্ষতি স্পষ্টভাবে উপলব্ধি করতে ,স্পষ্টভাষায় বিরোধিতা করার কথা ঘোষনা করতে এবং তাকে আনুষ্ঠানিক আইনে পরিনত না হওয়ার জন্য কার্যকর ব্যবস্থা নিতে চীন মার্কিন সরকারকে তাগিদ দেয় । যাতে তাইওয়ান প্রনালির শান্তি ও স্থিতিশীলতার ক্ষতিসাধন করে চীন-মার্কিন সম্পর্ক ও দুদেশের সহযোগিতার উপর নেতিবাচক প্রভাবফেলা এড়ানো যায়
|