চীনের কৃষি মন্ত্রণালয় ২৮ মে প্রকাশ করেছে, আগামী ১৫ দিনে বৃহত্ কোনো প্রাকৃতিক দুর্ঘটনা না ঘটলে চলতি বছর চীনের গ্রীষ্মকালীন ফসলের উত্পাদন সুষ্ঠুভাবে চলছে। এবং এই মোট উত্পাদন পরিমান গত বছরের চেয়ে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে।
চীনের কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা সঙ্গে সঙ্গেও বলেছেন, গ্রীষ্মকালীন ফসল শুধু সারা বছরের শস্য উত্পাদনের ২৫ শতাংশ । সারা বছরের শস্য উত্পাদন বৃদ্ধির লক্ষ্য হাসিল করতে আরো প্রয়াস চালানো উচিত।
জানা গেছে, গত কয়েক বছরে শস্যের দাম নিম্ন বলে চীনা কৃষকেরা চাষ করার প্রতি আগ্রহী নয় বলে শস্যের উত্পাদন পরিমান কমেছে। গত বছর থেকে চীন সরকার কৃষি শুল্ক কমানো, শস্যের দাম বৃদ্ধির ব্যবস্থা নেওয়ার ফলে নিয়ে কৃষকদের চাষের আগ্রহ বেড়েছে এবং চীনের শস্যের উত্পাদন পরিমান বৃদ্ধির প্রবণতা পুনরায় দেখা দিয়েছে।
|