২৭ মে মার্কিন সরকারের কংগ্রেসের কিছু সদস্য উপস্থাপিত চীনের রেনমিনপি বিনিময় হার বিষয়ক তত্ত্বাবধানের জন্য প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাহলো মার্কিন সরকার তৃতীয় বারের মতো এমন দাবি প্রত্যাখ্যান করেছে।
মার্কিন কংগ্রেসের কিছু সদস্য ২০ এপ্রিল সরকারের কাছে বাণিজ্য প্রবিধানের নং ৩০১ নিয়ম অনুযায়ী, চীন রেনমিনপি বিনিময় হারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যায্য ব্যবসা করার ব্যাপারে তত্ত্বাবধান করার দাবি জানিয়েছে।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের মুখপাত্র মিছার্ড মিলস ২৭ মে এ সম্পর্কে একটি ঘোষণা প্রকাশ করে বলেছেন, নং ৩০১ নিয়মের মাধ্যমে চীনকে আরো নমনীয় বিনিময় ব্যবস্থা নেওয়ানোর জন্য অযোগ্য ও অকেজো উপায় বলে সরকারের এই দাবি প্রত্যাখ্যান করা উচিত।
|