v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-27 22:37:14    
থুং জাতির প্রথম পরিবেশ সংরক্ষণ যাদুঘর

cri
    দক্ষিণ-পশ্চিম চীনের কুইচৌ প্রদেশে থাংআন নামে একটি ছোট পাহাড়ী গ্রাম আছে। সেখানে একটি প্রাচীন সংখ্যালঘু জাতি-থুং জাতির লোকেরা থাকেন। গ্রামের প্রাকৃতিক পরিবেশ উত্তম। গ্রামবাসীদের জীবনযাত্রা এখনও প্রাচীনকালের অবস্থায় সংরক্ষিত আছে। ২০০০ সালের সেপ্টেম্বর মাসে চীন ও নরওয়ের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী উভয় পক্ষের সহযোগিতায় থাংআনকে চীনের থুং জাতির প্রথম পরিবেশ সংরক্ষণ যাদুঘর হিসেবে গড়ে তোলা হবে।

শতাধিক পরিবার বিশিষ্ট থাংআন হচ্ছে একটি ছোট্ট পাহাড়ী গ্রাম। গ্রামের কেন্দ্রস্থলে থুং জাতির গ্রামের একটি প্রতীকমূলক দালান-ঢোল দালান দাঁড়িয়ে আছে। একটির পর একটি প্রস্তর দিয়ে তৈরী পথ থুং জাতির লোকদের রংশপরস্পরায় নির্মিত কাঠের দালানের সঙ্গে সংলগ্ন। একটি প্রস্রবন গ্রামের মধ্য দিয়ে চলে গেছে। গ্রামের আশেপাশের পাহাড়ের মাঝখানের দিকে সারি সারি সোপানবদ্ধ শস্যক্ষেত দেখা যায়।

    থাংআন থুং জাতির প্রাকৃতিক পরিবেশ সংরক্ষন যাদুঘরের পরিচালক হু কুয়াং হুয়া বলেছেন, চীনে থুং জাতির বহু গ্রাম আছে। এ গুলোর মধ্যে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষন যাদুঘর হিসেবে যে কোনটা বাছাই করা হবে। এই বিষয়ে তদন্ত চালবার জন্য নরওয়ে ও চীনের কিছু বিশেষজ্ঞরা থুং জাতি অধ্যুষিত এলাকা পরিদর্শন করেছেন। কয়েক ডজন গ্রামের মধ্যে তারা অবশেষে এই গ্রামটি বেছে নিয়েছেন। গ্রামটি পাহাড়ের মাঝখানের দিকে অবস্থিত। তাতে পানি ও পাহাড়ের সঙ্গে থুং জাতির আবাসিক এলাকার বৈশিষ্ট প্রতিফলিত হয়েছে। তা ছাড়া গ্রামের আশেপাশে পরিবেশও ভাল।

    পরিচালক হু বলেছেন, থাংআনে থুং জাতির ঐতিহ্যিক সংস্কৃতির প্রায় সকল বৈশিষ্ট্য কেন্দ্রীভূত হয়েছে। এখানকার ঢোল দালান, অপেরা পরিবেশনের মঞ্চ, কাঠের দালান, প্রস্তর পথ, থুং জাতির পোষাক আর জন সাধারণের জীবনযাত্রার ক্ষেত্রেই প্রাচীনকালের আচার-ব্যবহার সংরক্ষিত আছে।

    থাংআন প্রাকৃতিক পরিবেশ সংরক্ষন যাদুঘর নির্মিত হবার পরবর্তী তিন বছর ধরে পথ, ঢোল, দালান ইত্যাদি বুনিয়াদি ব্যবস্থা মেরামত আর মুজবুত করার খাতে চীন আর নরওয়ে উভয় পক্ষ মিলিতভাবে প্রায় দশ লক্ষ ইউয়ান্ রেন মিন বি অর্থ বরাদ্দ করেছে। বর্তমানে গ্রামের কেন্দ্রস্থলে থুং জাতির ঐতিহ্যসম্পন্ন একটি কাঠের দালান নির্মাণ করা হচ্ছে। এবছর এই দালানের নির্মাণকাজে সুসম্পন্ন হবার পর তা থুংজাতির সংস্কৃতির সংরক্ষণ ও প্রদর্শনের তথ্য কেন্দ্রে পরিণত হবে। আমি গ্রামের কেন্দ্রস্থলে যাচ্ছিলাম। একটি কাঠের দালানের সামনে আসলাম। জাতীয় পোষাক পরা থুং জাতির এক দল যুবকযুবতী একদিকে গান গাইছিলেন, অন্যদিকে থুংজাতির বৈশিষ্ট্যসম্পন্ন হস্তশিল্পজাত দ্রব্য বুনছিলেন। থুংজাতির একজন যুবতী ইয়াং সেন চুয়াং আমাকে বলেছেন, "আমরা এখানে থুংজাতির ঐতিহ্যিক সংস্কৃতি শিখেছি। যেমন সূচীকর্ম আর গান গাওয়া। আমরা আরও বেশি গান শিখতে চাই। চাকরি করার জন্য থুংজাতির বহু মেয়েরা বাইরে গেছেন। তাদের মধ্যে অনেকে থুংজাতির গান গাইতেও পারেন না। সুতরাং আমাদের অব্যাহতভাবে থুংজাতির গান গাইতে শিখতে হবে।

    ইয়াং সেন চুয়ান আমাকে বলেছেন, তিনি এখানে এসেছেন দুই বছরেরও বেশি সময় হল। তিনি বহু থুংজাতির গান শিখেছেন। তা ছাড়া তিনি থুংজাতির বহু ঐতিহ্যিক হস্তশিল্পজাত দ্রব্যের তৈরীর পদ্ধতিও শিখে নিয়েছেন। তিনি আশা করেন যে, জন্মস্থলে ফিরে যাওয়ার পর তিনি গ্রামবাসীদের এই সব অভিজ্ঞতা শিখিয়ে দেবেন।

    চেনপি একটি পর্যটন বিভাগের ম্যানেজার। তিনি মনে করেন যে, থাংআন এমন একটি ভাল জায়গা, যেখানে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষন ভিত্তিক পর্যটনশিল্প উন্নয়ন করা যায়। তিনি বলেছেন, " এখানে আমি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষনভিত্তিক পর্যটন শিল্পের কথা বলেছি, তাতে যেমন প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য দেখা দেবে, তেমনি তার মাধ্যমে মানবজাতির পক্ষে একটি জাতি ও একটি সংস্কৃতির উত্স, উন্নয়ন ও বর্তমান অবস্থা আর প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্কও বোঝা যাবে।

    থাংআন প্রাকৃতিক পরিবেশ সংরক্ষন যাদুঘরের নির্মানকাজ আর পর্যটনাশিল্পের উন্নয়নের সঙ্গে গ্রামবাসীদের জীবনযাত্রার মানও উন্নত হয়েছে। ফাং ফা আন নামে পঞ্চাশোর্ধ বয়েসী থুংজাতির একজন বৃদ্ধ বলেছেন, পর্যটকদের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে মঙ্গে আমাদের আয়ও বৃদ্ধি পেয়েছে। বিদেশী পর্যটকরা আমাদের থুংজাতির ব্যঞ্জন খেতে পছন্দ করেন। জীবন-যাত্রা দিন দিন ভাল হচ্ছে। আমরা সবাই আনন্দ বোধ করছি। এখন বেশি লোক গান গাই।"

আরও ছবি