চীনের কৃষি মন্ত্রণালয়ের পশু-চিকিত্সা ব্যুরোর মহাপরিচালক চিয়া ইয়ৌলিং ২৭ তারিখে পেইচিংয়ে বলেছেন, সম্প্রতি চীনের মূলভূভাগের ৫টি এলাকায় পর পর ফুট এণ্ড মৌথ রোগ প্রকোপঘটেছে, তবে এখন চীনে সব ক'টি এলাকায় ফুট এণ্ড মৌথ রোগ প্রকোপ কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে ।
জানা গেছে এই রোগের প্রকোপ হবার পর স্থানীয় সরকার রোগ-দুর্গত এলাকা কড়াকড়ীভাবে অবরোধ করেছে। রোগী গরে আর রোগী গরুর সংস্পশে আসা সকল গরুকেই নিধন করা হয়েছে ,ফলে রোগ কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং তার বিস্তার রোধ করা হয়েছে ।
চীনের কৃষি মন্ত্রণালয় এই রোগের খবারাখবর সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাকে জানিয়েছে।
|