
পাঁচদিনব্যাপী অষ্টম পেইচিং আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২৭ তারিখে পেইচিংয়ে সমাপ্ত হয়েছে ।
এটি এমন একটি মেলা , যার মাধ্যমে চীনের বাজারে দেশ-বিদেশের সর্বশেষ হাইটেক পন্য দেখানো হয়েছে , বর্তমান বিশ্বের আর্থ-সামাজিক উন্নয়নের আকর্ষনীয় আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং আন্তর্জাতিক সহযোগিতা আর আদান প্রদান জোরদার হয়েছে ।
খবরে প্রকাশ , জাতি সংঘের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান , ডাবলিও টি ও এবং২৯টি দেশ আর অঞ্চলের সরকার ও পেশাগত সংস্থা আর বিশ্বের ৫শো সেরা শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই মেলায় অংশ নিয়েছেন ।
|