২৭ তারিখে পেইচিংয়ে চীন আর ক্রোয়েশিয়ার মধ্যে সার্বিক সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ককেপ্রতিষ্ঠা সংক্রান্ত একটি যুক্ত বিবৃতি প্রকাশিত হয়েছে । বিবৃতিতে বলা হয়েছে , দুদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক সার্বিক সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে ।
বিবৃতিতে বলা হয়েছে , ক্রোয়েশিয়া যে কোনো পরিস্থিতিতে আগের মতো ভবিষ্যতেও এক চীন নীতি আর তার সংগে সম্পর্কিত সংশ্লিষ্ট দৃষ্টিভংগী সমর্থন করবে । বিবৃতিতে মনে করা হয়েছে , তাইওয়ান সমস্যার সমাধান চীনের অভ্যন্তরীন ব্যাপার । ক্রোয়েশিয়া স্বাধীন তাইওয়ান প্রয়াসী অপচেষ্টার বিরোধীতা করে এবং চীনের শান্তিপূর্ণ একীকরণ সমর্থন করে । ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়া আর ইউরোপের একীকরণ প্রক্রিয়ায় পুরোপুরি অন্তর্ভুক্ত হওয়ার যে প্রচেষ্টা চালিয়েছে , চীন তার প্রতি মর্যাদা প্রদর্শন করে এবং তা সমর্থন করে ।
|