২৭ তারিখে চীনের ভূ- সম্পদ মন্ত্রনালয় সূত্রে জানা গেছে , চীনে আঞ্চলিক ভূ-রআসায়নিক অনুসন্ধানের বিষয়ে ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে । ফলে এই ক্ষেত্রের চীনের গবেষনা কাজ আন্তর্জাতিক উন্নত মানে উন্নীত হয়েছে ।
জানা গেছে , গত তিন বছরে চীন ৬৫ লক্ষ বর্গ কিলোমিটার মাটিতে তদন্ত চালিয়েছে । এই কাজ চীনের ২৮টি প্রদেশ পর্যায়ের প্রশাসনিক অঞ্চলের সংগে জড়িত এবং এতে ভূ-রসায়ন সংক্রান্ত বিপুল তথ্য আর পরিসংখ্যান অর্জিত হয়েছে । এই গবেষনায় চীনের প্রধান প্রধান খনিজ উত্পাদন অঞ্চলের বিন্যাস প্রকাশিত হয়েছে । এটা কৃষি , পরিবেশ সুরক্ষা আর আঞ্চলিক ব্যাধি গবেষনারও অনুকুল ।
|