২৬ তারিখে প্রকাশিততিনটি বৃহত্ জনমত জরীপকারী ফরাসী প্রতিষ্ঠানের তদন্তের ফলাফল অনুযায়ী , ফ্রান্সে ই উ'র সংবিধান চুক্তি বিরোধী নাগরিকদের সংখ্যা ক্রমাগত বাড়ছে । তাদের সংখ্যা ৫৩ শতাংশের ভিত্তিতে ১ থেকে ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে ।
একই দিন প্রকাশিত ফরাসী সি এস এ এবং ইপসুস্ এই দু'টি জনমত জরীপ প্রতিষ্ঠানের তদন্তের ফলাফলে বলা হয়েছে , ৫৫ শতাংশ ফরাসী ই উ'র সংবিধান চুক্তির বিরোধীতা করেন । টি এন এস সুফ্রেস্ নামে আরেকটি জনমত জরীপকারী প্রতিষ্ঠানের প্রকাশিত ফলাফল অনুযায়ী , এই সংখ্যা ৫৪ শতাংশে পৌঁছেছে ।
|