ফ্রান্সের প্রেসিডেন্ট সিরাক ২৬ মে তাঁর বেতার ও টেলিভিশন ভাষণে , ফ্রান্সের জনগণের প্রতি ২৯মে "ইউ সংবিধান চুক্তির"উপর গণভোট নেওয়ার সময় দায়িত্বশীল ও যুক্তিসংগত বাছাই নিয়ে এই চুক্তি সমর্থন করার আহ্বান জানিয়েছেন।
সিরাক বলেছেন, "ইউ সংবিধান চুক্তি" সমর্থন করেন কিনা তা শুধু ফ্রান্সের ভবিষ্যত নয়, বরং গোটা ইউরোপের ভাগ্যের সঙ্গেও সম্পর্কিত। এই চুক্তি ফ্রান্সের ভবিষ্যত উন্নয়নের অনুকুল ,এবং ফ্রান্সের সমাজের কাঠামোর সঙ্গে সংগতিপূর্ণ , এই চুক্তি গৃহীত হওয়ায় ইউরোপ নিজের সমাজের কাঠামো পরিহার না করার সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল বিশ্ব ,অর্থনীতির বিশ্বায়ন আর মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান প্রভৃতি দেশের অর্থনৈতিক ও বানিজ্যিক প্রতিযোগিতাজনিত চ্যালেন্জ মোকাবেলা করতে পারবে।
সিরাক হুঁশিয়ারী জানিয়ে বলেছেন, "ইউ সংবিধান চুক্তি" যদি ফ্রান্সে গৃহিত না হয়, তাহলে ফ্রান্সের প্রভাব কমে যাবে এবং ইউরোপের ফ্রান্সের অবস্থান ও ভূমিকা দুর্বল হবে।
উল্লেখ্য, ২৯ মে ফ্রান্স "ইউ সংবিধান চুক্তির"উপর গন ভোট নেওয়া হবে । সর্বশেষ জনমত অনুযায়ী ৫৫ শতাংশ ফরাসী এই চুক্তির বিরোধিতা করেন।
|