আফ্রিকান ইউনিয়ন কমিটির চেয়ারম্যান কোনারে ২৬ মে ইথিওপিয়ার রাজধানী আদ্দিসআবাবায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আন্তর্জাতিক সমাজ আফ্রিকান ইউনিয়নের কাছে সুদানের দার্ফুর এলাকায় তার নতুন প্রেরিত সৈন্যদের সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যাতে সেখানে আরো ভালভাবে যুদ্ধবিরতি ত্বত্তাবধানের কর্তব্য পালনে আফ্রিকান ইউনিয়নকে সাহায্য করা যায়।
তিনি বলেছেন, ক্যানাডা , ব্রিটেন, ফ্রান্স ইত্যাদি দেশ আর ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা আফ্রিকান ইউনিয়নকে জনশক্তি ,আর্থিকশক্তি আর বৈষয়িক শক্তির দিক থেকে সাহায্য দেয়ার ইচ্ছাও প্রকাশ করেছে।
দার্ফুরের যুদ্ধবিরতি ত্বত্তাবধানের সমর্থনে আন্তর্জাতিক অর্থসংগ্রহ সম্মেলন একইদিনে আদ্দিস আবাবায় অনুষ্ঠিত হয়েছে।
|