২৬ তারিখে কিউবার ও স্পেনের দ্বিপাক্ষিকআর্থ-বাণিজ্যিক কমিটির সম্মেলন কিউবার রাজধানী হাভানায় অনুষ্ঠিত হয়েছে, কিউবার আর স্পেন সরকারের প্রতিনিধিরা উভয়েই বলেছেন যে, দু'দেশ অর্থ-বাণিজ্য ক্ষেত্রের সহযোগিতা আরো জোরদার করবে ।
কিউবার বাণিজ্যমন্ত্রী রওল দে লা নুয়েজ রামিরেসসহ কিউবার ও স্পেনের মোট ১২০জনেরও বেশী কর্মকর্তারা সেই সম্মেলনে অংশগ্রহণ করেছেন । কিউবার একজন প্রতিনিধি বলেছেন, এবারকার সম্মেলনের উদ্বোধন থেকে বোঝাযায় যে, কিউবার ও স্পেনের মধ্যে পারস্পরিক আস্থাপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে । এটা দু'দেশের আর্থ-বাণিজ্যিক আদান প্রদানের অনূকুল হবে । স্পেনের একজন প্রতিনিধি বলেছেন , কিউবার লাটিন আমেরিকাণ অঞ্চলে স্পেনের একটি প্রধান অর্থ-বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে এবং তিনি বিশ্বাস করেন , দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার ভবিষ্যত খুব উজ্জ্বল ।
উল্লেখ্য,সাম্প্রিতক বছরগুলোতে কিউবার ও স্পেনের আর্থ-বাণিজ্যিকসহযোগিতা অব্যাহতভাবে বেড়েছে । বর্তমানে স্পেন হচ্ছে কিউবারের দ্বিতীয় বাণিজ্যিক অংশীদার ।
|