মহাসচিব কোফি আন্নান ২৬ মে নিরাপত্তা পরিষদে কোসোভোর পরিস্থিতি সম্পর্কিত একটি রিপোর্ট দাখিল দিয়েছেন। তিনি আশা করেন, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ প্রচেষ্টা চালিয়ে কোসোভোর সমঝোতা অর্জনের প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিয়ে যাবে।
তিনি বলেছেন, কোসোভোর সমঝোতা অর্জনের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সামনে এগিয়ে গেছে । কোসোভোর সমঝোতা, মানোধিকার আর গণতন্ত্র ত্বরান্বিত করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রণীত "আটটি দফা" পরিকল্পনা ক্রমে ক্রমে বাস্তবায়িত হচ্ছে। তিনি বলেছেন, এই পরিকল্পনার বাস্তবায়ন যাচাই করার জন্য তিনি যত তাড়াতাড়ি সম্ভব যে একজন বিশেষদূত পাঠাবেন তিনি এই কাজের দায়িত্ব গ্রহণ করবেন।
কোসোভোর স্থানীয় সরকারের সংস্কারের গতি যে খুব মন্থর এবং সেখানকার বিভিন্ন গ্রুপের মধ্যে ধ্বংসাত্ম তত্পরতা যে এখনো চলছে তার জন্য তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।
|