ভারত সফররত চীনের সামরিক কমিশনের সদস্য, চীনের গণ মুক্তি ফৌজের চীফ অফ দ্য জেনারেল স্টাফ লিয়াং কুয়াং লেই ২৫ মে নয়াদিল্লীতে আলাদা আলাদাভাবে ভারতের প্রতিরক্ষামন্ত্রী প্রণব মুখার্জি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম.কে নারায়ানানের সঙ্গে বৈঠক করেছেন।
মুখার্জির সঙ্গে বৈঠককালে লিয়াং বলেছেন, দু'দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং দু'বাহিনীর সম্পর্কের মধ্যে শ্রেষ্ঠ বিকাশ সাধিত হচ্ছে। দু'পক্ষের উচিত অব্যাহত প্রয়াস বজায় রাখা, যাতে দু'বাহিনীর সম্পর্ক এবং দু'দেশের শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রণনৈতিক সহযোগিতামূলক সম্পর্ক বাস্তবায়িত হতে পারে।
মুখার্জি বলেছেন, শান্তি, স্থিতিশীলতা ও যৌথ সমৃদ্ধির বিষয়ে ভারত ও চীনের অর্জিত মতৈক্য যেমন দু'দেশের উচ্চ পর্যায়ের আদান-প্রদান, তেমনি ঐতিহাসিক সমস্যা সমাধানের অনুকূল।
এম.কেই.নারায়ানানের সঙ্গে বৈঠকে লিয়াং বলেছেন, ভারত পারস্পরিক সমঝোতা ও আপোষের নীতিতে নিষ্ঠা আর সর্তকতার সঙ্গে সীমান্ত সমস্যা সমাধান করতে ইচ্ছুক। নারায়ানান বলেছেন, দু'দেশের প্রতিরক্ষা ও সন্ত্রাস দমন সহযোগিতার উপর ভারত গুরুত্ব আরোপ করেন। তিনি আশা করেন যে, সামান্তে স্থিতিশীলতা এবং শান্তি রক্ষার জন্য দু'বাহিনী আরও ভূমিকা পালন করবে।
|