সম্প্রতি প্রকাশপ্রাপ্ত মার্কিন গোপন দলিল থেকে জানা গেছে , ২০০২ সালের এপ্রিলে কিউবার গুয়াণ্টানামো মার্কিন সামরিক ঘাঁটিতে বন্দী নির্যাতন আর কোরান অবমাননার বিরুদ্ধে বন্দীরা অভিযোগ করেছিলেন এবং সেই সময়েই মার্কিন আইন দফতার আর প্রতিরক্ষা দফতরের কর্মকর্তারা সেই সব অভিযোগ সম্পর্কে অবহিত ছিলেন ।
মার্কিন সিভিল লিবার্টিস ইউনিয়ন ২৫ তারিখে এই সব সাবেক গোপন দলিল প্রকাশ করেছে ।
এই ইউনিয়নের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন, এখনও মার্কিন সরকার বন্দী নির্যাতনের প্রচুর প্রামাণ দেখেও না দেখার ভাব করছেন । পৃতিথিবে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তী সুন্দর হবার জন্য বুশ সরকারের উচিত বন্দী নির্যাতন অনুমোদনকারী উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে শাস্তি দেয়া ।
|