২৫ মে চীন গণ ব্যাংক প্রকাশিত " ২০০৪ সালে চীনের ব্যাংকিং কর্মের রিপোর্ট " থেকে জানা গেছে , চীনের পূর্বাঞ্চল হলো সারা চীনের ব্যাংকিং প্রতিষ্ঠানের মুনাফার প্রধান উত্স, সারা দেশের ব্যাংকিং প্রতিষ্ঠানের মুনাফার ৮০ শতাংশই এই পূর্বাঞ্চল থেকে আসে ।
রিপোর্টটিতে বলা হয়েছে, গত বছর চীনের প্রায় শতকরা ৯০ ভাগ প্রদেশের ব্যাংকিং প্রতিষ্ঠানের মুনাফা হয়েছে ভ পূর্বাঞ্চরের মুনাফার মাত্রা সবচেয়ে উঁচু, পশ্চিমাঞ্চল দ্বিতীয় স্থানে রয়েছে, মধ্যাঞ্চলের মুনাফা সবচেয়ে কম । চীনের পূর্বাঞ্চলের চেচিয়াং প্রদেশ, শাংহাই মহানগর আর পেইচিং মহানগরের ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর মুনাফার মাত্রা দেশের যাবতীয় প্রদেশ,অঞ্চল বা মহানগরের মধ্যে এগিয়ে রয়েছে ।
|