নিউজিল্যান্ডে শুভেচ্ছা সফররত চীনের জাতীয় কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং কুও ২৬ মে ওয়েলিংটনে আলাদা আলাদাভাবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক, স্পীকার মার্গারেট ওয়িলসোন এবং বিরোধী দলের নেতা ডা ব্রাশের সঙ্গে বৈঠক করেছেন।
প্রধানমন্ত্রী ক্লার্কের সঙ্গে বৈঠককালে উ পাং কুও বলেছেন, চীন চীন-নিউজিল্যান্ড সম্পর্কের ওপর গুরুত্ব আরোপ করে এবং নিউজিল্যান্ডের সঙ্গে এ সম্পর্কের উন্নয়ন গভীরতর করার জন্য যৌথ প্রয়াস চালাতে ইচ্ছুক। ক্লার্ক চীনের অর্থনীতির বিকাশের উচ্চ প্রশংসা করেন এবং জোর দিয়ে বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের আদান-প্রদান ও সহযোগিতা নিউজিল্যান্ড ও চীনের জনগণের স্বার্থের অনুকূল। তিনি একই সঙ্গে একচীন নীতিতে অবিচল থাকার কথা আবার ঘোষণা করেছেন ।
নিউজিল্যান্ডের স্পীকার মাদাম ওয়িলসোনের সঙ্গেও উ পাং কুও সাফল্যমণ্ডিতবৈঠক করেছেন। দু'পক্ষ চীন-নিউজিল্যান্ড সম্পর্কের বর্তমান অবস্থায় সন্তুষ্ট এবং ভবিষ্যতে সম্পর্কের উন্নয়নের ওপরও আশাবাদী।
নিউজিল্যান্ডের বিরোধী দলের নেতা ডন ব্রাশের সঙ্গে বৈঠকে ডন ব্রাশের নেতৃত্বাধীন নিউজিল্যান্ডের জাতীয় পার্টির বরাবরই চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা এবং একচীন নীতিতে অবিচল থাকার আচরণকে সপ্রশংস দৃষ্টিতে দেখেছেন। ব্রাশ বলেছেন, নিউজিল্যান্ড জাতীয় পার্টি আগের মতোই নিউজিল্যান্ড-চীন বন্ধুত্বপূর্ণ নীতি পালন করবে।
|